শফিউল আজিমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
- By Jamini Roy --
- 03 December, 2024
নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির ঘোষণা দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপ-সচিব জামিলা শবনম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অনুযায়ী, শফিউল আজিমকে অবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
শফিউল আজিম ১৯৯৫ সালে ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার প্রশাসনিক ক্যারিয়ার শুরু হয় সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক হিসেবে। এর পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে যোগদানের পর শফিউল আজিম বিমান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে কাজ করেছেন। সেখানে তার কার্যকাল ছিল গুরুত্বপূর্ণ, বিশেষত বিমান পরিচালনায় তার অবদান ছিল উল্লেখযোগ্য।
শফিউল আজিমের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলির সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।